সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মু’মিনরা ব্যতীত | সূরা আয-যুখরুফ ৪৩:৬৭ | Surah Az-Zukhruf 43:67

সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মু’মিনরা ব্যতীত | সূরা আয-যুখরুফ ৪৩:৬৭ | Surah Az-Zukhruf 43:67

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আয-যুখরুফ ৪৩:৬৭

বিষয় সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মু’মিনরা ব্যতীত
সূরার নাম ও নম্বর সূরা আয-যুখরুফ (৪৩)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৬৭
রুকু সংখ্যা ৭ টি
পারা বিস্তৃতি ২৫
মোট আয়াত সংখ্যা ৮৯ টি
ٱلْأَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا ٱلْمُتَّقِينَ ٦٧
বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে, তবে সাবধানীরা নয়। [1]
Close friends, that Day, will be enemies to each other, except for the righteous

সূরা আয-যুখরুফ এর ৬৭ নম্বর আয়াতের বিস্তারিত

[1] কেননা, কাফেরদের বন্ধুত্ব কেবল কুফরী ও পাপাচারের ভিত্তিতে হয় এবং এই কুফরী ও পাপাচারই তাদের আযাবের কারণ হবে। আর এরই কারণে তারা একে অপরকে দোষারোপ করবে এবং পরস্পরের শত্রু হয়ে যাবে। পক্ষান্তরে ঈমানদার ও আল্লাহভীরু লোকদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালবাসা যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভের ভিত্তিতে হয়, আর এই দ্বীন ও ঈমানই হল কল্যাণ ও সওয়াব লাভের মাধ্যম, সেহেতু তাঁদের এই বন্ধুত্বে কোন বিচ্ছেদ ঘটবে না। আখেরাতেও তাঁদের এই বন্ধুত্ব অটুট থাকবে, যেমন দুনিয়াতে ছিল। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আয-যুখরুফ ৪৩:৬৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)