মসজিদে যাওয়ার ফযীলত | সুনান আন-নাসায়ী ৭০৫ | Sunan-An-Nasai 705

মসজিদে যাওয়ার ফযীলত | সুনান আন-নাসায়ী ৭০৫ | Sunan-An-Nasai 705

হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ৭০৫

বিষয় মসজিদে যাওয়ার ফযীলত
হাদিস গ্রন্থ সুনান আন-নাসায়ী (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১৪: মসজিদে যাওয়ার ফযীলত
হাদিস নম্বর ৭০৫
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সুনান আন-নাসায়ী ৭০৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ ’আমর ইবনু ’আলী (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কোন ব্যক্তি তার ঘর থেকে মসজিদের দিকে বের হয় তখন তার একটি পদক্ষেপে একটি নেকী লেখা হয় আর একটি পদক্ষেপে একটি পাপ মুছে যায়।

It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said: "When a man goes out of his house to his Masjid, one foot records a good deed and the other erases a bad deed."

রেফারেন্স | সুনান আন-নাসায়ী ৭০৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)