মসজিদ নির্মাণ করার ফযীলত | সুনান আন-নাসায়ী ৬৮৮ | Sunan-An-Nasai 688
হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ৬৮৮
বিষয় | মসজিদ নির্মাণ করার ফযীলত |
হাদিস গ্রন্থ | সুনান আন-নাসায়ী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ১: মসজিদ নির্মাণ করার ফযীলত প্রসঙ্গে |
হাদিস নম্বর | ৬৮৮ |
বর্ণনাকারী | আমর ইবন আবাসা (রাঃ) |
সুনান আন-নাসায়ী ৬৮৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আমর ইবনু উসমান (রহ.)…. আমর ইবনু আবাসাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, যাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরি করবেন।
It was narrated from 'Amr bin 'Abasah that the Messenger of Allah (ﷺ) said: "Whoever builds a Masjid in which Allah is remembered, Allah, (the Mighty and Sublime) will build for him a house in Paradise."
রেফারেন্স | সুনান আন-নাসায়ী ৬৮৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)