সম্পদশালীরা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে | সুনান ইবনু মাজাহ ৪১৩০ | Sunan-ibn-Majah 4130
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪১৩০
বিষয় | সম্পদশালীরা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৩১/৮. সম্পদশালীদের সম্পর্কে |
হাদিস নম্বর | ৪১৩০ |
বর্ণনাকারী | আবূ যার (রাঃ) |
সুনান ইবনু মাজাহ ৪১৩০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সম্পদশালীরা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে। কিন্তু যারা নিজেদের মাল এদিক সেদিক (আল্লাহর পথে) খরচ করে এবং পবিত্র পন্থায় তা উপার্জন করে তারা এর ব্যতিক্রম।
It was narrated from Abu Dharr that the Messenger of Allah (ﷺ) said: “The wealthiest will be the lowest on the Day of Resurrection, except those who do such and such with their money, and earn it from good sources.”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪১৩০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)