মানুষ এবং তার আয়ু ও কামনা-বাসনার উপমা | সুনান আত তিরমিজী ২৮৭২ | Sunan-at-Tirmidhi 2872

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৮৭২
বিষয় | মানুষ এবং তার আয়ু ও কামনা-বাসনার উপমা |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮২. মানুষ এবং তার আয়ু ও কামনা-বাসনার উপমা |
হাদিস নম্বর | ২৮৭২ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৮৭২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের উপমা হল যেমন- একশত উট যার মধ্যে কোন ব্যক্তি একটি সওয়ারীযোগ্য বাহনও পায় না (অর্থাৎ শতকরা একজনও সত্যিকার মানুষ পাওয়া দুষ্কর)।
Narrated Ibn 'Umar: that the Messenger of Allah (ﷺ) said: "People are but like a hundred camels, a man can not find a mount (suitable to ride upon) among them."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৮৭২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!