উত্তম কথা বল অন্যথায় চুপ থাকো | সুনান আত তিরমিজী ২৫০০ | Sunan-at-Tirmidhi 2500

উত্তম কথা বল অন্যথায় চুপ থাকো | সুনান আত তিরমিজী ২৫০০ | Sunan-at-Tirmidhi 2500

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৫০০

বিষয় উত্তম কথা বল অন্যথায় চুপ থাকো
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৫০. (উত্তম কথা বল অন্যথায় চুপ থাকো)
হাদিস নম্বর ২৫০০
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সুনান আত তিরমিজী ২৫০০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক আল্লাহ তা’আলা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার অতিথির অভ্যর্থনা ও আদর-যত্ন করে। আর যে লোক আল্লাহ তা’আলা ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে।

Abu Hurairah narrated that the Prophet(s.a.w) said: "Whoever believes in Allah and the Last Day, then let him honor his guest. And whoever believes in Allah and the Last Day, then let him say what is good or remain silent."

রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৫০০

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App