দুনিয়াতে বেশি পরিতৃপ্ত ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে | সুনান আত তিরমিজী ২৪৭৮ | Sunan-at-Tirmidhi 2478
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪৭৮
বিষয় | দুনিয়াতে বেশি পরিতৃপ্ত ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ৩৭. পেট পূর্ণ করে খাদ্যগ্রহণকারী ব্যক্তি কিয়ামতের দিন ক্ষুধার্ত থাকবে |
হাদিস নম্বর | ২৪৭৮ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৪৭৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, কোন একদিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে ঢেকুর তুললো। তিনি বললেন, আমাদের সামনে তোমার ঢেকুর তোলা বন্ধ কর। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে তারাই কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে।
Yahya Al-Bakka' narrated from Ibn 'Umar who said: "A man belched in the presence of the Prophet(s.a.w), so he said: 'Restain your belching from us. For indeed those who are filled most in the world will be the hungriest on the Day of Judgement.'"
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪৭৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)