সমগ্র পৃথিবী আল্লাহর হাতের মুষ্টিতে থাকবে | সহীহ বুখারী ৬৫১৯ | Sahih-Al-Bukhari 6519
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৫১৯
বিষয় | সমগ্র পৃথিবী আল্লাহর হাতের মুষ্টিতে থাকবে |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮১/৪৪. আল্লাহ্ দুনিয়াকে মুষ্ঠিতে ধারণ করবেন। |
হাদিস নম্বর | ৬৫১৯ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ৬৫১৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, (কিয়ামতের দিন) আল্লাহ্ দুনিয়াকে আপন মুষ্ঠিতে আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাতে গুটিয়ে নিবেন। অতঃপর তিনি বলবেনঃ ’’আমি একমাত্র বাদশাহ্, দুনিয়ার রাজা বাদশাহরা কোথায়?’’
Narrated Abu Huraira: The Prophet (ﷺ) said, "Allah will take the whole earth (in His Hand) and will roll up the Heaven in His right Hand, and then He will say, "I am King! Where are the kings of the earth ? "
রেফারেন্স | সহীহ বুখারী ৬৫১৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)