দুনিয়া অভিশপ্ত | সুনান আত তিরমিজী ২৩২২ | Sunan-at-Tirmidhi 2322

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৩২২
বিষয় | দুনিয়া অভিশপ্ত |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ১৪. (দুনিয়া অভিশপ্ত) |
হাদিস নম্বর | ২৩২২ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৩২২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ দুনিয়া ও তার মাঝের সকলকিছুই অভিশপ্ত, কিন্তু আল্লাহ্ তা’আলার যিকির ও তার সাথে সংগতিপূর্ণ অন্যান্য আমল, আলিম ও ইলম অন্বেষণকারী এর ব্যতিক্রম।
Abu Hurairah narrated that the Messenger of Allah (s.a.w) said: "Lo! Indeed the world is cursed. What is in it is cursed, except for remembrance of Allah, what is conducive to that, the knowledgeable person and the learning person."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৩২২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!