লুঙ্গি-পাজামার নীচ দিকের সীমা | সুনান আবূ দাউদ ৪০৯৪ | Sunan-Abu-Dawood 4094

লুঙ্গি-পাজামার নীচ দিকের সীমা | সুনান আবূ দাউদ ৪০৯৪ | Sunan-Abu-Dawood 4094

হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ৪০৯৪

বিষয় লুঙ্গি-পাজামার নীচ দিকের সীমা
হাদিস গ্রন্থ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ২৯. লুঙ্গি-পাজামার নীচ দিকের সীমা
হাদিস নম্বর ৪০৯৪
বর্ণনাকারী সালিম ইবনু ‘আবদুল্লাহ্ (রহঃ)
সুনান আবূ দাউদ ৪০৯৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ সালিম ইবনু আব্দুল্লাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ লুঙ্গি, জামা ও পাগড়ি হেঁচড়ানো। যে ব্যক্তি অহংকারবশে এর কোনোটি হেঁচড়িয়ে চলে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।

Narrated Abdullah ibn Umar: The Prophet (ﷺ) said: Hanging down is in lower garment, shirt and turban. If anyone trails any of them conceitedly, Allah will not look at him on the Day of Resurrection.

রেফারেন্স | সুনান আবূ দাউদ ৪০৯৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App