সুস্থতা আর অবসর | সহীহ বুখারী ৬৪১২ | Sahih-Al-Bukhari 6412

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৪১২
বিষয় | সুস্থতা আর অবসর |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮১/১. সুস্থতা আর অবসর, আখিরাতের জীবনই সত্যিকারের জীবন। |
হাদিস নম্বর | ৬৪১২ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) |
সহীহ বুখারী ৬৪১২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর। ’আব্বাস আম্বরী (রহ.) .....সা’ঈদ ইবনু আবূ হিন্দ (রহ.) থেকে ইবনু ’আব্বাস (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ রকমই হাদীস বর্ণনা করেছেন।
Narrated Ibn `Abbas: The Prophet (ﷺ) said: "There are two blessings that many people are deceived into losing: health and free time."
রেফারেন্স | সহীহ বুখারী ৬৪১২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!