দৃঢ়-প্রত্যয় ও আল্লাহর প্রতি ভরসা | রিয়াযুস স্বা-লিহীন ৭৯ | Riyad-as-Salihin 79
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৭৯
বিষয় | দৃঢ়-প্রত্যয় ও আল্লাহর প্রতি ভরসা |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭: দৃঢ়-প্রত্যয় ও (আল্লাহর প্রতি) ভরসা |
হাদিস নম্বর | ৭৯ |
বর্ণনাকারী | উমর ইবনুল খাত্তাব (রাঃ) |
রিয়াযুস স্বা-লিহীন ৭৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ উমার রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ’’যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেই মত রুযী দান করবেন যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে।’’
'Umar (May Allah be pleased with him) said: I heard Messenger of Allah (ﷺ) saying: "If you all depend on Allah with due reliance, He would certainly give you provision as He gives it to birds who go forth hungry in the morning and return with full belly at dusk".
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৭৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)