আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য | রিয়াযুস স্বা-লিহীন ৪৪১ | Riyad-as-Salihin 441
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৪৪১
বিষয় | আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৫২: আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য |
হাদিস নম্বর | ৪৪১ |
বর্ণনাকারী | জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ) |
রিয়াযুস স্বা-লিহীন ৪৪১ নম্বর হাদিসের বিস্তারিতঃ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর তিনদিন পূর্বে তাঁকে বলতে শুনেছেন, ’’আল্লাহর প্রতি সুধারণা না রেখে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যুবরণ না করে।’’
Jabir bin 'Abdullah (May Allah be pleased with him) reported: I heard the Prophet (ﷺ) saying three days before his death: "Let none of you die unless he has good expectations from Allah".
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৪৪১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)