নামাজে অবহেলা না করা | মুসনাদে আহমাদ ৬৫৭৫ | Musnad-Ahmad-ibn-Hanbal 6575

নামাজে অবহেলা না করা | মুসনাদে আহমাদ ৬৫৭৫ | Musnad-Ahmad-ibn-Hanbal 6575

হাদিসটি সম্পর্কে | মুসনাদে আহমাদ ৬৫৭৫

বিষয় নামাজে অবহেলা না করা
হাদিস গ্রন্থ মুসনাদে আহমাদ
হাদিস নম্বর ৬৫৭৫
মুসনাদে আহমাদ ৬৫৭৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ যে ব্যক্তি যথাযথভাবে নামায সংরক্ষণ করবে, কিয়ামতের দিন নামায তার জন্য আলো, যুক্তি ও মুক্তির সনদ হবে। আর যে ব্যক্তি যথাযথভাবে নামায সংরক্ষণ করবে না, নামায তার জন্য আলো, যুক্তি ও মুক্তির উপায় সাব্যস্ত হবে না। সে ব্যক্তি কিয়ামতের দিন ফেরাউন, কারূন, হামান ও উবাই ইবনে খালফের সাথে অবস্থান করবে।

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)