নামাজে অবহেলা না করা | মুসনাদে আহমাদ ৬৫৭৫ | Musnad-Ahmad-ibn-Hanbal 6575

হাদিসটি সম্পর্কে | মুসনাদে আহমাদ ৬৫৭৫
বিষয় | নামাজে অবহেলা না করা |
হাদিস গ্রন্থ | মুসনাদে আহমাদ |
হাদিস নম্বর | ৬৫৭৫ |
মুসনাদে আহমাদ ৬৫৭৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ যে ব্যক্তি যথাযথভাবে নামায সংরক্ষণ করবে, কিয়ামতের দিন নামায তার জন্য আলো, যুক্তি ও মুক্তির সনদ হবে। আর যে ব্যক্তি যথাযথভাবে নামায সংরক্ষণ করবে না, নামায তার জন্য আলো, যুক্তি ও মুক্তির উপায় সাব্যস্ত হবে না। সে ব্যক্তি কিয়ামতের দিন ফেরাউন, কারূন, হামান ও উবাই ইবনে খালফের সাথে অবস্থান করবে।
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)