জুমুআর সালাত ত্যাগ করার ব্যাপারে হুঁশিয়ারী | সহীহ মুসলিম ১৮৮৭ | Sahih-Muslim 865
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ১৮৮৭
বিষয় | জুমুআর সালাত ত্যাগ করার ব্যাপারে হুঁশিয়ারী |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | জুমুআর সালাত পরিত্যাগ করার ব্যাপারে হুঁশিয়ারী (ডাঁট) |
হাদিস নম্বর | ১৮৮৭ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সহীহ মুসলিম ১৮৮৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবদুল্লাহ ইবনু উমার ও আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মিম্বারের সিড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেনঃ যারা জুমুআর সালাত ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতে হবে। নতুবা আল্লাহ তাদের অন্তরে সীল মেরে দিবেন, অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
Abdullah b. Umar and Abu Huraira said that they heard Allah's Messenger (ﷺ) say on the planks of his pulpit: People must cease to neglect the Friday prayer or Allah will seal their hearts and then they will be among the negligent.
রেফারেন্স | সহীহ মুসলিম ১৮৮৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)