সাওম পালন করার সওয়াব | সুনান আন-নাসায়ী ২২৫২ | Sunan-An-Nasai 2252

সাওম পালন করার সওয়াব | সুনান আন-নাসায়ী ২২৫২ | Sunan-An-Nasai 2252

হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ২২৫২

বিষয় সাওম পালন করার সওয়াব
হাদিস গ্রন্থ সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৪৩/ যে ব্যাক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করলো তার সাওয়াব, এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইবন আবু সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ
হাদিস নম্বর ২২৫২
বর্ণনাকারী আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
সুনান আন-নাসায়ী ২২৫২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে আল্লাহ তা’আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।

It was narrated from Abu Saeed Al-Khudri that the Prophet said: "Whoever fasts a day in the cause of Allah, Allah will separate his face from the heat of Hell (a distance of) seventy autumns."

রেফারেন্স | সুনান আন-নাসায়ী ২২৫২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)