দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য | সুনান আত তিরমিজী ৩৩৭৩ | Sunan-at-Tirmidhi 3373

দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য | সুনান আত তিরমিজী ৩৩৭৩ | Sunan-at-Tirmidhi 3373

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ৩৩৭৩

বিষয় দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী (তাহকীককৃত)
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ আল্লাহর অসন্তুষ্টি
হাদিস নম্বর ৩৩৭৩
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাযিঃ)
সুনান আত তিরমিজী ৩৩৭৩ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলার কাছে যে লোক চায় না, আল্লাহ তা’আলা তার উপর নাখোশ হন।

Abu Hurairah (ra) narrated that : the Messenger of Allah (ﷺ) said: “Indeed, he who does not ask Allah, he gets angry with him.”

রেফারেন্স | সুনান আত তিরমিজী ৩৩৭৩

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App