জান্নাতীদের আমল | সুনান আত তিরমিজী ১৫৭২ | Sunan-at-Tirmidhi 1572

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ১৫৭২
বিষয় | জান্নাতীদের আমল |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | গানীমাতের সম্পদ আত্মসাৎ করা |
হাদিস নম্বর | ১৫৭২ |
বর্ণনাকারী | সাওবান (রাঃ) |
সুনান আত তিরমিজী ১৫৭২ নম্বর হাদিসের বিস্তারিতঃ সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক তিনটি বিষয়ে অর্থাৎ অহংকার, গানীমাতের সম্পদ আত্মসাৎ ও ঋণ হতে মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে।
Narrated Thawban: That the Messenger of Allah (ﷺ) said: "Whoever dies and he is free of three: Kibr (Pride), Ghulul, and debt, he will enter paradise."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ১৫৭২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)