ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় | সহীহ বুখারী ৬৯৮৪ | Sahih-Al-Bukhari 6984
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৯৮৪
বিষয় | ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। |
হাদিস নম্বর | ৬৯৮৪ |
বর্ণনাকারী | আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ) |
সহীহ বুখারী ৬৯৮৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ ক্বাতাদাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
Narrated Abu Qatada: The Prophet (ﷺ) said, "A true good dream is from Allah, and a bad dream is from Satan."
রেফারেন্স | সহীহ বুখারী ৬৯৮৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)