মজলিসে বসার আদব ও শিষ্টাচার | সহীহ বুখারী ৬২৬৯ | Sahih-Al-Bukhari 6269
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬২৬৯
বিষয় | কেউ কাউকে তার বসার স্থান থেকে উঠিয়ে সে স্থানে বসবেনা |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭৯/৩১. কেউ কাউকে তার বসার স্থান থেকে উঠাবে না। |
হাদিস নম্বর | ৬২৬৯ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সহীহ বুখারী ৬২৬৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি অপর কাউকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সে সেখানে বসবে না।
Narrated Ibn `Umar: The Prophet (ﷺ) said, "A man should not make another man get up from his (the latter's) seat (in a gathering) in order to sit there.
রেফারেন্স | সহীহ বুখারী ৬২৬৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)