আসরের সালাতের গুরুত্ব | সহীহ বুখারী ৫৫২ | Sahih-Al-Bukhari 552
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৫২
বিষয় | আসরের সালাতের গুরুত্ব |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৯/১৪. যে ব্যক্তির ‘আসরের সালাত ছুটে গেল তার গুনাহ |
হাদিস নম্বর | ৫৫২ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইবন উমর (রাঃ) |
সহীহ বুখারী ৫৫২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ’আবদুল্লাহ্ ইবনু ’উমার (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তির ’আসরের সালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।
Narrated Ibn `Umar: Allah's Messenger (ﷺ) said, "Whoever misses the `Asr prayer (intentionally) then it is as if he lost his family and property."
রেফারেন্স | সহীহ বুখারী ৫৫২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)