হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় কাজ | সহীহ বুখারী ৫৩৯৮ | Sahih-Al-Bukhari 5398

হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় কাজ | সহীহ বুখারী ৫৩৯৮ | Sahih-Al-Bukhari 5398

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৩৯৮

বিষয় হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় কাজ
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭০/১৩. হেলান দিয়ে আহার করা।
হাদিস নম্বর ৫৩৯৮
বর্ণনাকারী আবূ জুহাইফাহ (রাঃ)
সহীহ বুখারী ৫৩৯৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না।

Narrated Abu Juhaifa: Allah's Messenger (ﷺ) said, "I do not take my meals while leaning (against something).

রেফারেন্স | সহীহ বুখারী ৫৩৯৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)