পাঁচ ওয়াক্তের নামাযের উদাহরণ | রিয়াযুস স্বা-লিহীন ৪৩৪ | Riyad as-Salihin 429
হাদিসটি সম্পর্কে | রিয়াযুস স্বা-লিহীন ৪৩৪
বিষয় | পাঁচ ওয়াক্তের নামাযের উদাহরণ |
হাদিস গ্রন্থ | রিয়াযুস স্বা-লিহীন |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৫১: আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব |
হাদিস নম্বর | ৪৩৪ |
বর্ণনাকারী | জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ) |
রিয়াযুস স্বা-লিহীন ৪৩৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ জাবের রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’পাঁচ ওয়াক্তের নামাযের উদাহরণ প্রচুর পানিতে পরিপূর্ণ ঐ নদীর মত, যা তোমাদের কারো দুয়ারের (সামনে বয়ে) প্রবাহিত হয়, যাতে সে দৈনিক পাঁচবার গোসল করে।’’ (মুসলিম)
Jabir (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) said, "The five daily Salat (prayers) are like a great river running by your door in which you take a bath five times a day." [Muslim].
রেফারেন্স | রিয়াযুস স্বা-লিহীন ৪৩৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)