সাদা কাপড় সর্বোত্তম পোশাক | সহীহ শামায়েলে তিরমিযী ৫২ | Ash-Shama'il Al-Muhammadiyah 68
হাদিসটি সম্পর্কে | সহীহ শামায়েলে তিরমিযী ৫২
বিষয় | সাদা কাপড় সর্বোত্তম পোশাক |
হাদিস গ্রন্থ | সহীহ শামায়েলে তিরমিযী (ইমাম পাবলিকেশন্স লিমিটেড) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | তিনি সাহাবীদেরকে সাদা রঙের কাপড় পরিধান করতে উপদেশ দিয়েছেন |
হাদিস নম্বর | ৫২ |
বর্ণনাকারী | ইবনে আব্বাস (রাঃ) |
সহীহ শামায়েলে তিরমিযী ৫২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক।
Allah’s Messenger said (Allah bless him and give him peace): “You should acquire white clothes, so that your living ones may wear them, and you can shroud your deceased in them, for they are among the best of your clothes.”
রেফারেন্স | সহীহ শামায়েলে তিরমিযী ৫২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)