গৃহপালিত চতুষ্পদ জন্তুর পশুর মধ্যে শিক্ষা রয়েছে | সূরা আন-নাহাল ১৬:৬৬ | Surah An-Nahl 16:66

গৃহপালিত চতুষ্পদ জন্তুর পশুর মধ্যে শিক্ষা রয়েছে | সূরা আন-নাহাল ১৬:৬৬ | Surah An-Nahl 16:66

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আন-নাহাল ১৬:৬৬

বিষয় গৃহপালিত চতুষ্পদ জন্তুর পশুর মধ্যে শিক্ষা রয়েছে
সূরার নাম ও নম্বর সূরা আন-নাহাল (১৬)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৬৬
রুকু সংখ্যা ১৬ টি
পারা বিস্তৃতি ১৪
মোট আয়াত সংখ্যা ১২৮ টি
وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَـٰمِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشَّـٰرِبِينَ
অবশ্যই (গৃহপালিত) চতুষ্পদ জন্তুর[1] মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে; ওগুলির উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে আমি পান করাই বিশুদ্ধ দুধ; যা পানকারীদের জন্য সুস্বাদু।[2]
And indeed, for you in grazing livestock is a lesson. We give you drink from what is in their bellies - between excretion and blood - pure milk, palatable to drinkers.

সূরা আন-নাহাল এর ৬৬ নম্বর আয়াতের বিস্তারিত

[1] أنعام (গৃহপালিত চতুষ্পদ জন্তু) বলতে উট, গরু, ছাগল ও ভেঁড়াকে বুঝানো হয়েছে। [2] এই চতুষ্পদ জন্তুরা যা কিছু খায় তা পেটে যায়, আর তা থেকে দুধ, রক্ত, গোবর ও প্রস্রাব তৈরী হয়। রক্ত শিরা-উপশিরায়, দুধ স্তনে, অনুরূপ গোবর ও প্রস্রাব নিজ নিজ জায়গায় পৌঁছে যায়। দুধে না রক্তের মিশ্রণ থাকে, আর না গোবর ও প্রস্রাবের দুর্গন্ধ; বরং তা নির্মল সাদা ও পরিষ্কার হয়ে বের হয় এবং তা পানকারীর জন্য হয় সুস্বাদু। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আন-নাহাল ১৬:৬৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)