আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক | সূরা আয-যুমার ৩৯:৬২ | Surah Az-Zumar 39:62

আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক | সূরা আয-যুমার ৩৯:৬২ | Surah Az-Zumar 39:62

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আয-যুমার ৩৯:৬২

বিষয় আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক
সূরার নাম ও নম্বর সূরা আয-যুমার (৩৯)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৬২
রুকু সংখ্যা ০৮ টি
পারা বিস্তৃতি ২৩-২৪
মোট আয়াত সংখ্যা ৭৫ টি
اَللّٰهُ خَالِقُ کُلِّ شَیۡءٍ ۫ وَّ هُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ
আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।
Allah is the Creator of all things, and He is, over all things, Disposer of affairs.

সূরা আয-যুমার এর ৬২ নম্বর আয়াতের বিস্তারিত

অর্থাৎ, প্রত্যেক জিনিসের স্রষ্টাও তিনি এবং মালিকও তিনিই। তিনি যেভাবে চান, পরিচালনা করেন। প্রতিটি জিনিস তাঁর আয়ত্তে ও তাঁর পরিচালনার অধীনে বন্দী। কারো অবাধ্যতা করার অথবা অস্বীকার করার কোন অবকাশ নেই। وكيل (উকীল) অর্থ, দায়িত্বপ্রাপ্ত, কর্মবিধায়ক। প্রতিটি জিনিসই তাঁরই অধীনে এবং তিনি কারো অংশীদারী ছাড়াই সমস্ত কিছুর হেফাযত ও পরিচালনা করেন। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আয-যুমার ৩৯:৬২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)