অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে | সূরা আত-ত্বীন ৯৫:০৪ | Surah At-Tin 95:04

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে | সূরা আত-ত্বীন ৯৫:০৪ | Surah At-Tin 95:04

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আত-ত্বীন ৯৫:০৪

বিষয় অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে
সূরার নাম ও নম্বর সূরা আত-ত্বীন (৯৫)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ০৪
রুকু সংখ্যা ০১ টি
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ০৮ টি
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
We have certainly created man in the best of stature;

সূরা আত-ত্বীন এর ০৪ নম্বর আয়াতের বিস্তারিত

এটা হল কসমের জওয়াব। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন নিচুমুখী করে। কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে; যে নিজের হাত দিয়ে পানাহার করে। তার অঙ্গ-প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন। তাতে পশুর মত বেমানান ও অসামঞ্জস্য নেই। প্রত্যেক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তার মাঝে উচিত ব্যবধানও রেখেছেন। তাতে বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা, বোঝশক্তি, প্রজ্ঞা, শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন। যার ফলে মানুষ আসলে তাঁর কুদরতের প্রকাশস্থল এবং তাঁর শক্তিমত্তার প্রতিবিম্ব। কিছু উলামা إن الله خلق آدم على صورته (অর্থাৎ, নিশ্চয় আল্লাহ আদমকে তাঁর নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন।) হাদীসে উক্ত অর্থ গ্রহণ করেছেন।(মুসলিম নেকী ও আত্মীয়তা এবং আদব অধ্যায়) মানুষের সৃষ্টিতে উক্ত সকল জিনিসের ব্যবস্থা করাটাই হল ‘আহসানি তাকবীম’ (সুন্দরতম গঠন) যা মহান আল্লাহ তিনটি বস্তুর কসম খাওয়ার পর উল্লেখ করেছেন। (ফাতহুল কাদীর) ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আত-ত্বীন ৯৫:০৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)