নিরাশ হয়ে পড়লে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন | সূরা আশ-শূরা ৪২:২৮ | Surah Ash-Shuraa 42:28
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শূরা ৪২:২৮
বিষয় | নিরাশ হয়ে পড়লে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন |
সূরার নাম ও নম্বর | সূরা আশ-শূরা (৪২) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২৮ |
রুকু সংখ্যা | ৫ টি |
পারা বিস্তৃতি | ২৫ |
মোট আয়াত সংখ্যা | ৫৩ টি |
وَهُوَ ٱلَّذِى يُنَزِّلُ ٱلْغَيْثَ مِنۢ بَعْدِ مَا قَنَطُوا۟ وَيَنشُرُ رَحْمَتَهُۥ ۚ وَهُوَ ٱلْوَلِىُّ ٱلْحَمِيدُওদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন[1] এবং তাঁর করুণা বিস্তার করেন। তিনিই তো অভিভাবক, প্রশংসার্হ। [2]And it is He who sends down the rain after they had despaired and spreads His mercy. And He is the Protector, the Praiseworthy.
সূরা আশ-শূরা এর ২৮ নম্বর আয়াতের বিস্তারিত
[1] যা বিভিন্ন প্রকারের রুযী উৎপাদনের ব্যাপারে সর্বাধিক উপকারী এবং অতীব গুরুত্বপূর্ণ। এই বৃষ্টি যখন হতাশার পর হয়, তখনই এই নিয়ামতের প্রতি সঠিক অনুভূতি সৃষ্টি হয়। আর মহান আল্লাহর এ রকম করার কৌশলও হল এটাই, যাতে বান্দা আল্লাহর নিয়ামতের কদর করে এবং তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। [2] তিনি সমস্ত কৃতিত্বের মালিক। তিনিই তাঁর নেক বান্দাদের আহারের ব্যবস্থা করেন। সর্বপ্রকার উপকারী জিনিস দানে ধন্য করেন। যাবতীয় অনিষ্টকর এবং ক্ষতিকর জিনিস হতে তাদেরকে হিফাযত করেন। তিনি তাঁর অসংখ্য নিয়ামত এবং সীমাহীন অনুগ্রহের দরুন প্রশংসা পাওয়ার যোগ্য। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আশ-শূরা ৪২:২৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)