মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? | সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:০৩-০৪ | Surah Al-Qiyama 75:03-04

মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? | সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:০৩-০৪ | Surah Al-Qiyama 75:03-04

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:০৩-০৪

বিষয় মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?
সূরার নাম ও নম্বর সূরা আল-ক্বিয়ামাহ ( ৭৫)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ০৩-০৪
রুকু সংখ্যা ০২ টি
পারা বিস্তৃতি ২৯
মোট আয়াত সংখ্যা ৪০ টি
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَهٗ ؕ۳ بَلٰی قٰدِرِیۡنَ عَلٰۤی اَنۡ نُّسَوِّیَ بَنَانَهٗ۴
মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
Does man think that We will not assemble his bones? Yes. [We are] Able [even] to proportion his fingertips.

সূরা আল-ক্বিয়ামাহ এর ০৩-০৪ নম্বর আয়াতের বিস্তারিত

মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না? [1] 

[1] এটা কসমের জওয়াব। এখানে ‘ইনসান’ বলতে কাফের ও নাস্তিককে বুঝানো হয়েছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। কিন্তু তাদের ধারণা ভুল। মহান আল্লাহ অবশ্যই মানুষের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে একত্রিত করবেন। এখানে বিশেষ করে অস্থি বা হাড়ের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, অস্থিই হল (মানবদেহ) সৃষ্টির মৌলিক কাঠামো। ~তাফসীরে আহসানুল বায়ান 

অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।(১) 

(১) অর্থাৎ বড় বড় হাড়গুলো একত্রিত করে পুনরায় তোমার দেহের কাঠামো প্ৰস্তুত করা এমন কিছুই নয়। আমি তো তোমার দেহের সূক্ষ্মতম অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি তোমার আঙ্গুলের জোড়গুলোও পুনরায় ঠিক তেমন করে বানাতে সক্ষম। যেমন তা এর আগে ছিল, তবে তোমাদের পুনরুত্থিত করতে অসক্ষম হওয়ার কোন কারণ নেই। [কুরতুবী] ~তাফসীরে জাকারিয়া ~

রেফারেন্স | সূরা আল-ক্বিয়ামাহ ৭৫:০৩-০৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)