আকাশে রয়েছে রিয্ক ও প্রতিশ্রুত সব কিছু | সূরা আয-যারিয়াত ৫১:২২ | Surah Adh-Dhariyat 51:22

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আয-যারিয়াত ৫১:২২
বিষয় | আকাশে রয়েছে রিয্ক ও প্রতিশ্রুত সব কিছু |
সূরার নাম ও নম্বর | সূরা আয-যারিয়াত (৫১) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ২২ |
রুকু সংখ্যা | ৩ টি |
পারা বিস্তৃতি | ২৫ থেকে ২৬ পর্যন্ত |
মোট আয়াত সংখ্যা | ৬০ টি |
وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَআকাশে রয়েছে তোমাদের রুযী ও প্রতিশ্রুত সবকিছু। [1]And in the heaven is your provision and whatever you are promised.
সূরা আয-যারিয়াত এর ২২ নম্বর আয়াতের বিস্তারিত
[1] অর্থাৎ, বৃষ্টিও আকাশ থেকে হয়, (সূর্যও আছে আকাশে,) যার দ্বারা তোমাদের জীবিকা উৎপন্ন হয়। আর জান্নাত ও জাহান্নাম এবং প্রতিদান ও শাস্তির ব্যাপারটাও আসমানে আছে, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আয-যারিয়াত ৫১:২২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!