আশূরার দিন রোযা পালনের ফযীলত | সুনান আত তিরমিজী ৭৫২ | Sunan-at-Tirmidhi 752
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ৭৫২
বিষয় | আশূরার দিন রোযা পালনের ফযীলত |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৪৮. আশূরার দিন রোযা পালনের উৎসাহ প্রদান করা |
হাদিস নম্বর | ৭৫২ |
বর্ণনাকারী | আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ) |
সুনান আত তিরমিজী ৭৫২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলার নিকট আমি আশাপোষণ করি যে, তিনি আশূরার রোযার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের (গুনাহ) ক্ষমা করে দিবেন।
Abu Qatadah narrated that : the Prophet said: "Fast the Day of Ashura, for indeed I anticipate that Allah will forgive (the sins of) the year before it."
রেফারেন্স | সুনান আত তিরমিজী ৭৫২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!