কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে | সহীহ মুসলিম ৭৩৮১ | Sahih-Muslim 7381
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৭৩৮১
বিষয় | কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে |
হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৯. হাঁচির উত্তর দেয়া এবং হাই তোলা মাকরূহ হওয়ার বর্ণনা |
হাদিস নম্বর | ৭৩৮১ |
বর্ণনাকারী | আবূ সা’ঈদ খুদরী (রাঃ) |
সহীহ মুসলিম ৭৩৮১ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে। কেননা এ সময় শাইতান (শয়তান) মুখের অভ্যন্তরে ঢুকে।
The son of Abu Said al-Khudri reported on the authority of his father that Allah's Messenger (ﷺ) said. When one of you yawns while engaged in prayer, he should try to restrain so far as it lies in his power, since it is the Satan that enter therein.
রেফারেন্স | সহীহ মুসলিম ৭৩৮১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)