মুহররমের সওমের ফযীলত | সহীহ মুসলিম ২৬৪৫ | Sahih-Muslim 2645

মুহররমের সওমের ফযীলত | সহীহ মুসলিম ২৬৪৫ | Sahih-Muslim 2645

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ২৬৪৫

বিষয় মুহররমের সওমের ফযীলত
হাদিস গ্রন্থ সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৩৮. মুহররমের সওমের ফযীলত
হাদিস নম্বর ২৬৪৫
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ মুসলিম ২৬৪৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রমযানের সিয়ামের পর সর্বোত্তম সওম হচ্ছে আল্লাহর মাস মুহাররমের সওম এবং ফারয (ফরয) সালাতের পর সর্বোত্তম সালাত (সালাত/নামাজ/নামায) হচ্ছে রাতের সালাত।

Abu Haraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying: The most excellent fast after Ramadan is God's month. al-Muharram, and the most excellent prayer after what is prescribed is prayer during the night.

রেফারেন্স | সহীহ মুসলিম ২৬৪৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App