ক্রোধ থেকে বেঁচে থাকা | সহীহ বুখারী ৬১১৪ | Sahih-Al-Bukhari 6114

ক্রোধ থেকে বেঁচে থাকা | সহীহ বুখারী ৬১১৪ | Sahih-Al-Bukhari 6114

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬১১৪

বিষয় ক্রোধ থেকে বেঁচে থাকা
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭৮/৭৬. ক্রোধ থেকে বেঁচে থাকা।
হাদিস নম্বর ৬১১৪
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৬১১৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "The strong is not the one who overcomes the people by his strength, but the strong is the one who controls himself while in anger."

রেফারেন্স | সহীহ বুখারী ৬১১৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App