রাসূলুল্লাহ ﷺ উল্কি অঙ্কণ করতে নিষেধ করেছেন | সহীহ বুখারী ৫৯৪৪ | Sahih-Al-Bukhari 5944

রাসূলুল্লাহ ﷺ উল্কি অঙ্কণ করতে নিষেধ করেছেন | সহীহ বুখারী ৫৯৪৪ | Sahih-Al-Bukhari 5944

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫৯৪৪

বিষয় রাসূলুল্লাহ ﷺ উল্কি অঙ্কণ করতে নিষেধ করেছেন
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৭৭/৮৬. উল্কি অংকনকারী নারী
হাদিস নম্বর ৫৯৪৪
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৫৯৪৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নযরলাগা প্রকৃত সত্য এবং তিনি উল্কি অঙ্কণ করা থেকে নিষেধ করেছেন।

Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "The evil eye is a fact," and he forbade tattooing.

রেফারেন্স | সহীহ বুখারী ৫৯৪৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App