মসজিদে প্রবেশে করেই দু’রাক‘আত সালাত আদায় | সহীহ বুখারী ৪৪৪ | Sahih-Al-Bukhari 444
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৪৪৪
বিষয় | মসজিদে প্রবেশে করেই দু’রাক‘আত সালাত আদায় |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮/৬০. তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাক‘আত সালাত আদায় করে নেয়। |
হাদিস নম্বর | ৪৪৪ |
বর্ণনাকারী | আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ) |
সহীহ বুখারী ৪৪৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ কাতাদাহ্ সালামী (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাক‘আত সালাত আদায় করে নেয়।
Narrated Abu Qatada Al-Aslami: Allah's Messenger (ﷺ) said, "If anyone of you enters a mosque, he should pray two rak`at before sitting."
রেফারেন্স | সহীহ বুখারী ৪৪৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!