ঘরেও কিছু সালাত আদায় | সহীহ বুখারী ৪৩২ | Sahih-Al-Bukhari 432

ঘরেও কিছু সালাত আদায় | সহীহ বুখারী ৪৩২ | Sahih-Al-Bukhari 432

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৪৩২

বিষয় ঘরেও কিছু সালাত আদায়
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৮/৫২. কবরস্থানে সালাত আদায় করা মাকরূহ।
হাদিস নম্বর ৪৩২
বর্ণনাকারী আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
সহীহ বুখারী ৪৩২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না।

Narrated Ibn `Umar: The Prophet (ﷺ) had said, "Offer some of your prayers (Nawafil) at home, and do not take your houses as graves."

রেফারেন্স | সহীহ বুখারী ৪৩২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)