দান-সাদকার ফযীলত ও গুরুত্ব | সহীহ বুখারী ১৪১৭ | Sahih-Al-Bukhari 1417
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ১৪১৭
বিষয় | দান-সাদকার ফযীলত ও গুরুত্ব |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ২৪/১০. তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদাকাহ করে হলেও। |
হাদিস নম্বর | ১৪১৭ |
বর্ণনাকারী | আদী ইবনু হাতিম (রাঃ) |
সহীহ বুখারী ১৪১৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ ‘আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা কর এক টুকরা খেজুর সাদাকা করে হলেও।
Narrated `Adi bin Hatim heard the Prophet (ﷺ) saying: "Save yourself from Hell-fire even by giving half a date-fruit in charity."
রেফারেন্স | সহীহ বুখারী ১৪১৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!