সোমবার ও বৃহস্পতিবারের রোযা (সাপ্তাহিক আমল) | সুনান আত তিরমিজী ৭৪৭ | Jami at-Tirmidhi 747

সোমবার ও বৃহস্পতিবারের রোযা (সাপ্তাহিক আমল) | সুনান আত তিরমিজী ৭৪৭ | Jami at-Tirmidhi 747

হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ৭৪৭

বিষয় সোমবার ও বৃহস্পতিবারের রোযা ( সাপ্তাহিক আমল )
হাদিস গ্রন্থ সুনান আত তিরমিজী 
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৪৪. সোমবার ও বৃহস্পতিবার রোযা পালন প্রসঙ্গে
হাদিস নম্বর ৭৪৭
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সুনান আত তিরমিজী ৭৪৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তা’আলার দরবারে) আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোযা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার পছন্দনীয়।

Abu Hurairah narrated that: the Messenger of Allah said: "Deeds are presented on Monday and Thursday, and I love that my deeds be presented while I am fasting."

রেফারেন্স | সুনান আত তিরমিজী ৭৪৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App