সংযতবাক হওয়া মুক্তির উপায় | সুনান আত তিরমিজী ২৪০৬ | Jami at-Tirmidhi 2406
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪০৬
বিষয় | সংযতবাক হওয়া মুক্তির উপায় |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৬০. রসনা সংযত রাখা বা সংযতবাক হওয়া |
হাদিস নম্বর | ২৪০৬ |
বর্ণনাকারী | উকবাহ ইবনু আমির (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৪০৬ নম্বর হাদিসের বিস্তারিতঃ উকবা ইবনু আমির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! মুক্তির উপায় কি? তিনি বললেনঃ তুমি তোমার রসনা সংযত রাখ, তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয় (অর্থাৎ তুমি তোমার বাড়ীতে অবস্থান কর) এবং তোমার গুনাহের জন্য ক্ৰন্দন কর।
'Uqbah bin 'Amir narrated: "I said: 'O Messenger of Allah! What is the means to salvation?' He said: 'That you control your tongue, suffice yourself your house, and cry over your sins.'"
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪০৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)