অন্য কারো ক্ষতিসাধন করার পরিণাম | সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ১৯৪০ | Jami at-Tirmidhi 1940
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ১৯৪০
বিষয় | অন্য কারো ক্ষতিসাধন করার পরিণাম |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকীককৃত) |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | ২৭. বিশ্বাসঘাতকতা ও প্রতারণা |
হাদিস নম্বর | ১৯৪০ |
বর্ণনাকারী | আবূ সিরমাহ্ (রাঃ) |
সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ১৯৪০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ সিরমা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা’আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা’আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।
Abu Sirmah narrated that the Messenger of Allah said: "Whoever causes harm, Allah harms him, and whoever is harsh, Allah will be harsh with him."
রেফারেন্স | সুনান আত তিরমিজী (তাহকীককৃত) ১৯৪০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)