শুক্রবারের সুন্নাহসমূহ - Friday Sunnah List

শুক্রবারের সুন্নাহসমূহ - Friday Sunnah List

হাদিসটি সম্পর্কে

বিষয় শুক্রবারের সুন্নাহসমূহ - Friday Sunnah List
শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ
  • ১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। -সহীহ বুখারী ৮৯১ (তাওহীদ পাবলিকেশন)
  • ২) মিসওয়াক করা। -সুনান ইবনু মাজাহ ১০৯৮
  • ৩) গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। -সহীহ বুখারী ৮৮৩,৮৭৭ (তাওহীদ পাবলিকেশন)
  • ৪) উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। -সুনান আবূ দাউদ ৩৪৩ (তাহকিককৃত)
  • ৫) জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওয়ানা হওয়া। -সহীহ বুখারী ৮৮১ (তাওহীদ পাবলিকেশন)
  • ৬) বেশি বেশি দরূদ পাঠ করা। -সুনান আবূ দাউদ ১০৪৭ (তাহকিককৃত)
  • ৭) সুরা আল-কাহাফ পাঠ করা। -দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১
  • ৮) নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। -সহীহ বুখারী ৯৩৪ (তাওহীদ পাবলিকেশন)
  • ৯) জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া। -সহীহ বুখারী ৯৪০ (তাওহীদ পাবলিকেশন)
  • ১০) বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। -সুনান আবূ দাউদ ১০৪৮ (তাহকিককৃত)

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)