মুমিন ও তার ক্রিয়াকর্মের উদাহরণ | সূরা ইবরাহীম ১৪:২৪ | Surah Ibrahim 14:24

মুমিন ও তার ক্রিয়াকর্মের উদাহরণ | সূরা ইবরাহীম ১৪:২৪ | Surah Ibrahim 14:24

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা ইবরাহীম ১৪:২৪

বিষয় আল্লাহর দৃষ্টান্ত
সূরার নাম ও নম্বর সূরা ইবরাহীম (১৪)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ২৪
রুকু সংখ্যা ৭ টি
পারা বিস্তৃতি
মোট আয়াত সংখ্যা ৫২ টি
أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ
তুমি কি লক্ষ্য কর না, আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎবাক্যের উপমা উৎকৃষ্ট বৃক্ষ; যার মূল সুদৃঢ় ও যার শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত।

সূরা ইবরাহীম এর ২৪ নম্বর আয়াতের বিস্তারিত

তুমি কি লক্ষ্য কর না, আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎবাক্যের উপমা উৎকৃষ্ট বৃক্ষ; যার মূল সুদৃঢ় ও যার শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা ইবরাহীম ১৪:২৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)