আল্লাহর সাথে আদাব বা শিষ্টাচার - সূরা আশ-শুআ'রা ২৬:৮০ | Surah Ash-Shu'ara 26:80

আল্লাহর সাথে আদাব বা শিষ্টাচার - সূরা আশ-শুআ'রা ২৬:৮০ | Surah Ash-Shu'ara 26:80

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শুআ'রা ২৬ঃ ৮০

বিষয় আল্লাহর সাথে আদাব বা শিষ্টাচার
সূরার নাম ও নম্বর সূরা আশ-শুআ'রা (২৬)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৮০
রুকু সংখ্যা ১১ টি
পারা বিস্তৃতি ১৯
মোট আয়াত সংখ্যা ২২৭ টি
وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِ
এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন
And when I am ill, it is He who cures me

সূরা আশ-শুআ'রা এর ৮০ নম্বর আয়াতের বিস্তারিত

রোগ দূর করে আরোগ্য দানকারীও তিনিই। অর্থাৎ ঔষধের প্রভাব-প্রতিক্রিয়ায় রোগ দূর করার ক্ষমতা তাঁরই নির্দেশে। তাঁর নির্দেশ ছাড়া ঔষধ কোন কাজ দেয় না। রোগও আল্লাহর ইচ্ছা ও আদেশেই হয়, কিন্তু তা সত্ত্বেও ইবরাহীম (আঃ) তার সম্পর্ক আল্লাহর দিকে করেননি; বরং নিজের দিকে করেছেন। তিনি আল্লাহর কথা উল্লেখের সময় আদবের বড় খেয়াল রেখেছেন। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আশ-শুআ'রা ২৬ঃ ৮০

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App