আল্লাহর সাথে আদাব বা শিষ্টাচার - সূরা আশ-শুআ'রা ২৬:৮০ | Surah Ash-Shu'ara 26:80
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শুআ'রা ২৬ঃ ৮০
বিষয় | আল্লাহর সাথে আদাব বা শিষ্টাচার |
সূরার নাম ও নম্বর | সূরা আশ-শুআ'রা (২৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮০ |
রুকু সংখ্যা | ১১ টি |
পারা বিস্তৃতি | ১৯ |
মোট আয়াত সংখ্যা | ২২৭ টি |
وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِএবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেনAnd when I am ill, it is He who cures me
সূরা আশ-শুআ'রা এর ৮০ নম্বর আয়াতের বিস্তারিত
রোগ দূর করে আরোগ্য দানকারীও তিনিই। অর্থাৎ ঔষধের প্রভাব-প্রতিক্রিয়ায় রোগ দূর করার ক্ষমতা তাঁরই নির্দেশে। তাঁর নির্দেশ ছাড়া ঔষধ কোন কাজ দেয় না। রোগও আল্লাহর ইচ্ছা ও আদেশেই হয়, কিন্তু তা সত্ত্বেও ইবরাহীম (আঃ) তার সম্পর্ক আল্লাহর দিকে করেননি; বরং নিজের দিকে করেছেন। তিনি আল্লাহর কথা উল্লেখের সময় আদবের বড় খেয়াল রেখেছেন। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আশ-শুআ'রা ২৬ঃ ৮০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)