কৃতকর্মের পুরস্কার - সূরা আস-সাজদাহ ৩২ঃ১৭ | Surah As-Sajdah 32:17
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আস-সাজদাহ ৩২ঃ১৭
বিষয় | কৃতকর্মের পুরস্কার |
সূরার নাম ও নম্বর | সূরা আস-সাজদাহ (৩২) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১৭ |
রুকু সংখ্যা | ৩ টি |
পারা বিস্তৃতি | ২১ |
মোট আয়াত সংখ্যা | ৩০ টি |
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ أُخْفِىَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَকেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ[1] নয়ন-প্রীতিকর কি (পুরস্কার) লুকিয়ে রাখা হয়েছে।[2]And no soul knows what has been hidden for them of comfort for eyes [i.e., satisfaction] as reward for what they used to do.
সূরা আস-সাজদাহ এর ১৭ নম্বর আয়াতের বিস্তারিত
[1] এতে বুঝা যায় যে, আল্লাহর রহমতের অধিকারী হতে হলে নেক আমল অপরিহার্য। [2] نفسٌ শব্দটি ‘নাকিরাহ’ যাতে ব্যাপকতার অর্থ পাওয়া যায়। অর্থাৎ ঐ সকল নিয়ামত যা আল্লাহ তাআলা উল্লিখিত মু’মিনদের জন্য লুক্কায়িত রেখেছেন, যা দেখে তাঁদের চোখ জুড়িয়ে যাবে, তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এর ব্যাখ্যা নবী (সাঃ) হাদীসে কুদসীতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা বলেন, ‘‘আমি আমার নেক বান্দাদের জন্য ঐ সকল বস্তু প্রস্তুত রেখেছি যা কোন চক্ষু দর্শন করেনি, কোন কর্ণ শ্রবণ করেনি এবং কোন মানুষের কল্পনায়ও তা আসেনি।’’ ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আস-সাজদাহ ৩২ঃ১৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)