আনন্দ অথবা শোক আল্লাহ তা'আলার পক্ষে থেকে আসে - সূরা আন-নাজম ৫৩:৪৩ | Surah An-Najm 53:43

আনন্দ অথবা শোক আল্লাহ তা'আলার পক্ষে থেকে আসে - সূরা আন-নাজম ৫৩:৪৩ | Surah An-Najm 53:43

আয়াত ও সূরা সম্পর্কে

সূরার নাম ও নম্বর সূরা আন-নাজম (৫৩)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৪৩
রুকু সংখ্যা ০৩ টি
পারা বিস্তৃতি ২৭
মোট আয়াত সংখ্যা ৬২ টি
وَ اَنَّهٗ هُوَ اَضۡحَکَ وَ اَبۡکٰی
আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান।

আয়াতের বিস্তারিত

অর্থাৎ কারও আনন্দ অথবা শোক এবং হাসি ও কান্না স্বয়ং তার কিংবা অন্য কারও করায়ত্ত নয়। এগুলো আল্লাহ তা'আলার পক্ষে থেকে আসে। তিনিই কারণ সৃষ্টি করেন এবং তিনিই কারণাদিকে ক্রিয়াশক্তি দান করেন। [ইবন কাসীর; কুরতুবী] ~ তাফসীরে জাকারিয়া

রেফারেন্স

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App