আল্লাহর সাহায্য - সূরা আলে-ইমরান ৩ঃ১৬০ | Surah Ali-Imran 3:160
আয়াত ও সূরা সম্পর্কে
সূরার নাম ও নম্বর | সূরা আলে-ইমরান (৩) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১৬০ |
রুকু সংখ্যা | ২০ টি |
পারা বিস্তৃতি | ৩ থেকে ৪ পর্যন্ত |
মোট আয়াত সংখ্যা | ২০০ টি |
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ١٦٠যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেউই বিজয়ী হতে পারবে না এবং যদি তিনি তোমাদের সাহায্য না করেন, সে অবস্থায় এমন কে আছে যে, তোমাদেরকে সাহায্য করবে? মু’মিনদের আল্লাহর প্রতি নির্ভর করাই উচিত।
আয়াতের বিস্তারিত
আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া আর কে আছে, যে তোমাদেরকে সাহায্য করবে? এবং বিশ্বাসিগণের উচিত, কেবল আল্লাহরই উপর নির্ভর করা। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!