আল্লাহর সাহায্য | সূরা আলে-ইমরান ৩:১৬০ | Surah Ali-Imran 3:160
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আলে-ইমরান ৩:১৬০
বিষয় | আল্লাহর সাহায্য |
সূরার নাম ও নম্বর | সূরা আলে-ইমরান (৩) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১৬০ |
রুকু ক্রম | ৫৮ |
পারা বিস্তৃতি | ৪ |
মোট আয়াত সংখ্যা | ২০০ টি |
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَযদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে।If Allāh should aid you, no one can overcome you; but if He should forsake you, who is there that can aid you after Him? And upon Allāh let the believers rely.
সূরা আলে-ইমরান এর ১৬০ নম্বর আয়াতের বিস্তারিত
আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া আর কে আছে, যে তোমাদেরকে সাহায্য করবে? এবং বিশ্বাসিগণের উচিত, কেবল আল্লাহরই উপর নির্ভর করা।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আলে-ইমরান ৩:১৬০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)