রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে বেশী সুন্দর?-ইসলামিক ওয়ালপেপার- সূরা আল-বাকারা ২:১৩৮ | Surah Al-Baqara 2:138
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-বাকারা ২ঃ১৩৮
বিষয় | রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে বেশী সুন্দর? |
সূরার নাম ও নম্বর | সূরা আল-বাকারা (২) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১৩৮ |
রুকু সংখ্যা | ৪০ টি |
পারা বিস্তৃতি | ১-৩ |
মোট আয়াত সংখ্যা | ২৮৬ টি |
صِبۡغَۃَ اللّٰهِ ۚ وَ مَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰهِ صِبۡغَۃًআমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর? আর আমরা তাঁরই ইবাদাতকারী।
সূরা আল-বাকারা এর ১৩৮ নম্বর আয়াতের বিস্তারিত
খ্রিষ্টানদের কাছে এক প্রকার হলুদ রঙের পানি থাকে; যা প্রত্যেক খ্রিষ্টান শিশুকে এবং প্রত্যেক সেই ব্যক্তিকে পান করানো হয়; যাকে খ্রিষ্টান বানানো উদ্দেশ্য হয়। এই অনুষ্ঠানের নাম তাদের নিকট ‘ব্যাপ্টিজম’ (পবিত্র বারি দ্বারা অভিসিঞ্চিত করে খ্রিষ্টধর্মের দীক্ষাদানোৎসব)। এটা তাদের নিকট অত্যধিক জরুরী ব্যাপার। এ ছাড়া তারা কাউকেও পবিত্র গণ্য করে না। মহান আল্লাহ তাদের এ বিশ্বাস খন্ডন করে বলেন, আসল রঙ তো আল্লাহর রঙ। এর চেয়ে উত্তম কোন রঙ নেই। আর আল্লাহর রঙের তাৎপর্য হল, প্রাকৃতিক ধর্ম ইসলাম, যার প্রতি প্রত্যেক নবী নিজ নিজ যুগে সব সব উম্মতকে আহবান করেছেন; যা ছিল তাওহীদের আহবান। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-বাকারা ২ঃ১৩৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!