আল্লাহ তায়ালার অনুগ্রহ - সূরা আদ-দুহা ৯৩ঃ৫ | Surah Ad-Dhuha 93:5

আল্লাহ তায়ালার অনুগ্রহ - সূরা আদ-দুহা ৯৩ঃ৫ | Surah Ad-Dhuha 93:5

আয়াত ও সূরা সম্পর্কে

সূরার নাম ও নম্বর সূরা আদ-দুহা (৯৩)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর
রুকু সংখ্যা ১ টি
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ১১ টি
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ٥
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে। [1]

আয়াতের বিস্তারিত

[1] এর দ্বারা দুনিয়ার বিজয় এবং আখেরাতে সওয়াব বোঝানো হয়েছে। এতে ঐ সুপারিশ করার অধিকারও অন্তর্ভুক্ত যা নবী (সাঃ) নিজের গোনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকট লাভ করবেন। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App