সোমবার ও বৃহস্পতিবারের রোযা - সুনান ইবনু মাজাহ ১৭৩৯ | Sunan-ibn-Majah 1739
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ১৭৩৯
বিষয় | সোমবার ও বৃহস্পতিবারের রোযা |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ ( ) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৭/৪২. সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা। |
হাদিস নম্বর | ১৭৩৯ |
বর্ণনাকারী | রবীআ ইবনুল গায (রহ.) |
সুনান ইবনু মাজাহ ১৭৩৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ রবীআ ইবনুল গায (রহ.) থেকে বর্ণিত। তিনি ’আয়িশাহ্ (রাঃ) এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রোযা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন।
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ১৭৩৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)